নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পদচ্যুতির এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি দলের অভ্যন্তরীণ ‘গাদ্দারদের’ বিরুদ্ধে তথ্য-প্রমাণ জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মুনতাসির লেখেন, “আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেইমানির রেকর্ড ফাঁস করে দেবো। আল্লাহ ভরসা।”
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, মুনতাসির মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদেশে আরও বলা হয়েছে, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো এবং তা আজ থেকেই কার্যকর। নোটিশে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না সে ব্যাখ্যা দিতে হবে।
একই দিনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক পদ থেকেও মুনতাসিরকে অব্যাহতি দেওয়ার কথা জানা গেছে। সংস্থার সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তার চুক্তিভিত্তিক নিয়োগপত্রের ধারা ৭ ও ৮ অনুযায়ী চাকরি বাতিল করা হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হয়েছে।
দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এনসিপির অভ্যন্তরে মতবিরোধ ও নেতৃত্বগত টানাপোড়েন বেড়েছে। মুনতাসিরের ফেসবুক পোস্ট ও হুঁশিয়ারি বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে; একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়ে প্রশ্নও উঠেছে।